বলুন  বিসমিল্লাহ
   কোন কাজ শুরুর আগে,
ইনশাআল্লহ বলুন যদি
   কিছু করার ইচ্ছে জাগে।

সোবহানাল্লাহ বলুন
   কোনো কিছুর প্রসংশায়,
ইয়া আল্লাহ
   দুঃখ কষ্টের সময় ।

ভাল কাজ হলে
   মাশাআল্লাহ বলুন,
জাজাকাল্লাহ বলে
   কৃতজ্ঞতা জ্ঞাপন করুন।

ওয়াল্লাহ বিল্লাহ
   হলফ করতে বলুন,
আসতাগফিরুল্লাহ বলে
   গোনাহ থেকে বাঁচুন।

সাহায্য করার সময়
   ফি সাবিলিল্লাহ,
বিদায়ের সময় বলুন
   ফি আমানিল্লাহ ।

তাওয়াক্কাল তু আলাল্লাহ বলে
   থাকুন ভরসায়,
নাউজুবিল্লাহ বলুন
   করলে ভুল‌ অন্যায়।

ইন্নালিল্লাহে
   বিপদে বলুন
মৃত্যুর খবর পেলে
  ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

ঘুম থেকে ওঠার সময়
   লা ইলাহা ইল্লাল্লাহ
ভাল কাজের ক্ষেত্রে
  বলুন ফা’ত্ববার কাল্লাহ ।

মনে রাখুন এবং বলুন
  সত্যের পথে চলে,
নামাজ পড়া শুরু করবেন
   আউজু বিল্লাহ বলে ।




   পি পি আলী আকবর
    আল নাঈম, আল জাহেরা
www.aliakborpretty@gmail.com
   ২৩>০৫>২০১৮