আত্মশুদ্ধির টিকিট হাতে দাঁড়িয়ে আছি মৃত্যুর ট্রেনের পানে। হায়াতের শেষ স্টেশনের ঘড়ি টিক টিক করে চলছে। ওহে হেল্পার হযরত আজরাইল, ট্রেনের মধ্যে রেখো আরামপ্রদ একখান কুরসি। জানি এ সত্যের উপরেও সত্য; আমি রয়েছি তাই আজীবন প্রতিজ্ঞায়। কাছে এলে সংবর্ধনা দেবো কাওসারের পানিতে ধোয়া পবিত্র নফসের তোড়ায়।