আমার ভোজন হয় জীর্ণ হোটেলের
করকরে ডিম ভাজি, পাতলা ফ্যানফ্যানে পানি ডাল আর ধবধবে সাদা ভাতের দুমুঠো লোকমায়। আমার তৃষ্ণার পানির একমাত্র উৎস প্রস্তর যুগের
কূপ। গায়ে জড়িয়ে আছি বৃক্ষের ছাল। আমার নশ্বর জীবনে
অনাড়ম্বরতা এক টুকরো ইউরেনিয়াম; উৎপন্ন করে বেঁচে থাকার জ্বলজ্বলে নূর।