পৃথিবীর পথ প্রশস্ত;
তবুও মোলাকাত হয় ভুল মানুষের সাথে বারংবার।
যেন ধরণীর উন্মুক্ত পাঠ সঙ্কীর্ণ গলিপথ;
স্তব্ধ মুখমুখি ভুল মানুষের সাথে; অনিশ্চিত পারাপার।
এই একটাই কি পথ?
তবে ঘুরে-ফিরে কেন জমা হয় সরু গলির ধারে কবিতার লাইন গুলো?
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে সব ভুল মুখ গুলো প্রতিবিম্ব হয়।
পৃথিবীর পথ বিস্তীর্ণ;
তবুও ভুল মানুষের সাথে দেখাদেখি হয় প্রতিবার।
ভরসার হিসেব অমীমাংসিত তাই;
বিশ্বাসের দর্পণ ভেঙে চুরমার।