আমাদের জীবনগুলো বালির উপর পড়া দাগের মতো‌;
বাতাস পাখা ঝাপটালে মুছে যাবে।
জীবনের সংমিশ্রণ বিষণ্ণতা, মুচকি হাসির চিবুকের ভাঁজ।
কখনো পিকাসোর লা ফ্লুটে ডি প্যান কখনো বা জয়নুল আবেদীনের দুর্ভিক্ষের চিত্রমালা।
আমাদের বিশ্লেষণে জীবনের যতো ভেদাভেদ;
এবড়োখেবড়ো অপব্যাখ্যা করা আছে ছন্দের কবিতায়।
সরল লাইনে বাঁক পড়ে গেলে পরে ভুতুড়ে আত্মচিৎকারে
ভরিয়ে দেই ঈশ্বরের কর্ণ পাশ।
কখনো কি দিয়েছেন তিনি আশ্বাস পৃথিবীতে স্বর্গ সুখের?
তবুও প্রাচীন উপাখ্যান মেখে দিয়েছিল কেউ কবিতার ঘ্রাণে,
ঐ যে দেখা যায় তাকালে আকাশ পানে;  
জ্বলজ্বল কোনো প্রদীপ।
কিরণের মলিনতা তার কন্ঠে বেসুরা সুর;
শুকতারা অপপ্রচার প্রচারিত হয়েছিল বহুদূর।