রক্তের বদলে পেতে চাই প্রেম,
এক মুঠো প্রেম আমি পেতে চাই‌।
প্রাণের বদলে ভালোবাসা দাও,
ভিক্ষা দাও আজ মোর কোনো শর্ত নাই।
দাবির মিছিল মুছে দেবো,
বিপ্লবীদের ইতিহাস পুড়ে হবে ছাই।
রাজ পথে মোদের হবে না দেখা,
আমি রক্তের বদলে শুধু শান্তি চাই।