আকাশের পদ্ম ফুল এনে দিবো বলে প্রতিজ্ঞা করব না।
বলব না জোছনা তোমার তুল্য নয়;
করি ভয়,
কবিকুল গায় যে রূপে জয়।
আমি না হয় আখলাখের প্রেমে পড়ি;
রূপে নাইবা মরি,
চরিত্রের বন্দনায় জীবন করি ক্ষয়।
পৃথিবীর কোনো কবি গেয়েছে কি এই গান?
প্রেয়সীর রূপে শুধু করেছে স্নান।
অথচ চরিত্র বিমূর্ত অক্ষয়।