আমার প্রতিটি পদক্ষেপ
প্রভাতের শান্ত নদীর মতো।
প্রতিটি বিষাক্ত শব্দের প্রত্যুত্তরে
আমি তরঙ্গহীন স্রোতের অদৃশ্য বয়ে চলা।
আমার নীরবতা জমাট বেঁধে আছে
বরফ যুগের শক্ত জল কণার মতো।
যেখানে আমি এক রাশি
আগ্রাসী হবো বলে কথা ছিলো বহুবিধ।
সেখানে আমার কোষ গহ্বরে রয়ে গেছে চিহ্ন তার
সভ্যতার বংশ বিস্তারের ইঙ্গিত।