এই আদুরে নামে ডেকো না আমায়। শরীরের প্রতিটি অঙ্গ ফকিরের দুর্গন্ধে ঘেমে আছে। শিক্ষার উগ্র সচেতনতায় আমি দেশপ্রেমিক; সমান সমান 'মধ্যবিত্ত' পরিভাষা ঠেলে দিয়েছো আমার কাঁধে। রাজ্যের বিমর্ষতা আমাকে তাড়া করে; নির্দোষ আমার বুক ভরে ওঠে নির্ঘুম নিঃশ্বাসে। আমি শিক্ষিত ফকির, 'মধ্যবিত্ত' তোমার দেয়া আদুরে অপবাদ।