পৃথিবীর কত সুখ ইমারতে ঝড়ে;
শহরের ঐ প্রকাণ্ড ভাস্কর্য কত ইতিহাস বহন করে।
ইতিহাস চলে যায় ভস্ম সভ্যতার অতল গহ্বরে;
থাকে শুধু কোলাহল মানুষের আদিম কোলাহলে।
থাকে শুধু সক্রেটিসের হেমলক পান,
থাকে যুগ যুগ ধরে গ্যালিলিওর কারাবরণ।
অথবা থেকে যায় মার্ক্সের দেশ পলায়ন।
থেকে গেছে চিরতরে পয়গম্বরদের দেশ ত্যাগ।
বাবেল হতে ইব্রাহিমের (আ),
মক্কা হতে মুহাম্মদের (স),
এ ইতিহাস সব যুগে এক।
সব যুগ এক হয়ে থেকে যায় কোলাহল।
সবকিছু পুড়ে ছাই;
চারদিকে শুধু কোলাহল ছাড়া আর কিছু নাই।