আমার অপূর্ণতা গুলো মানুষ হওয়ার শাস্তি।
এর প্রতিটি কাঠামোতে আমি মাশুল জোগাই দিন-রাত।
পরিপূর্ণ সত্তা মানুষ নয়, ঈশ্বর, নিঃসন্দেহে ঈশ্বর।
যদি মুখাপেক্ষীতা না চাও;
যদি চাও পরিপূর্ণতা কামনা-বাসনায়।
তবে প্রার্থনা করো,
মানুষ না হই, কিছুই না হই,
অস্তিত্ব যেন হয় বিলীন মাহাশূন্যের হাওয়ায়।