যদি তাই পারতাম এই পৃথিবীর সব দুঃখ কচ্ছপের খোলের মতো বহন করতে নিজের সাথে।
যদি ধরণীর শুষ্ক চৌচির মাটির ভাগ্য আমার সাথে লেগে থাকতো মাছের খইসের মতো।
যদি তাই পারতাম আমি কুমিরের এবড়ো-খেবড়ো ঘ্যাছ কাটা দাগ গুলো আপন করে নিতে; জীবনের প্রতিঘাত।
যদি তাই পারতাম আমার পূর্ণতা গুলো পাখির ডানায়
ভর করে উড়ে যেত শূন্য কুহরে;
থেকে যেতে ঘাটতি গুলো জীবন জুড়ে।
তাই যদি পারতাম আমি জীবনের প্রথম প্রহর হতে;
পুনরায় শিশুর মায়াবী চোখ,
কোনো আদুরে কণ্ঠস্বর, কান্নার শব্দ।
তাই যদি পারতাম আমি।
আমার জীবনের সমন্বয় শুধু জীবনের স্বপ্নের মাঝে।
সেখানেও ঘুমাই আমি তৃতীয় স্বপ্নের খোঁজে।