বারুদের গন্ধ নিমিষেই হারিয়ে যায় লাশের তীব্রতায়;
আমার কবিতায় পড়ে আছে ছাই। গান্ধীর বান্দরের সংজ্ঞা আমি উল্টে দিতে চাই; না দেখবো, না বলবো, না শুনবো মজলুমের ভাঙাচোরা কণ্ঠস্বর। প্রতিদিন গাজা থেকে; সিরিয়ার মধ্য রাত জেগে থাকে মৃতদের স্বাগতম করতে। ইউক্রেনের
শহিদ শিশু মিলিত হয় গাজার জান্নাতি পথ যাত্রীর সাথে।
সব প্রাণ মরলে লাশ হয় তার নাম, রক্তের স্বাদ খুনিদের
একই লাগে। আমাদের বিবেক শুধু মরা নিয়ে করে রাজনৈতিক হট্টগোল।