সেই প্রাচীন দিন গুলো ফিরে এসে যদি বলে,
পাথরের যুগে যেতে হবে জীবনের বিলাসিতা ছেড়ে।
যদি বলে, আগুনের সূত্রপাত থাকবে না তখন,
জীবনের প্রথম প্রকাশ এখানে হয়ে যাবে লতাপাতা খেয়ে। যদি বলে, গৃহ গুলো বুনে দেয়া হবে গর্তের ভিতর; চামড়ার পোশাকে লেগে থাকবে এক টুকরো সুখ। তোমার মনে কি উঁকি দিবে তখন পিছু টানের ভয়াবহ দুঃখ?