আমি হারিয়ে যেতে চাই না
ফুলের মতো হৃদয় গুলো থেকে।
এই বাংলার, এই ধরণীর ধুলা-বালি,
প্রকৃতি থেকে।
আমি হারিয়ে যেতে চাই না
মায়ের স্নেহ, বোনের ভালোবাসা থেকে।
আমি হারিয়ে যেতে চাই না
প্রেয়সীর হৃদয় থেকে, যাকে বেঁধেছি হালাল ডোরে;
পরেছি যার সেকেন্ডের আগে ফেলা চোখের পলক
ও প্রথম স্পর্শের ঘোরে।
আমি হারিয়ে যেতে চাই না;
আমি থেকে যেতে চাই, চিরতরে থেকে যেতে চাই।
তোমাদের মাঝে,
তোমাদের হয়ে, তোমাদের সাজে।
আমাকে ভুলতে দিও না,
তোমাদের স্মৃতির পাতা থেকে;
কখনো, কোনো সময়েই বা কভু।
তোমাদের বিস্তৃর্ণ অন্তর মাঝে
আমাকে রাখার জায়গা হবে না তবু?