প্রতিদিন গান গেয়ে কানের দুপাশ দিয়ে
চলে যায় বাউল বাতাস বেদনার সুরে।
বহু দূরে চলে যাক গানের স্বরলিপির শব্দ দলে দলে।
চলে যাক প্রশান্ত সাগরীয় তলে।
বেদনারা গান গেয়ে সংগোপনে যাক চলে।
আমার দোয়ার মাহফিলে থাকে
মানুষের হৃদয়ের কম্পনে মিশে যাক
আমার বেদনার উপলব্ধি।

প্রতিদিন মরা লাশ
কেউ কবর দিবে না দুমুঠো মাটির ভাঁজে।
প্রতিদিন উপবাস ভাঙানোর আয়োজন
কেউ করবে না বিলাসী ভোজে।