এই কৃত্রিম ঝাউ বনে,
আকাশের চাদর ছুঁয়ে শিশির নামে
পাথরের ঘাসে।
আমি হাঁটি এর পাশে,
আনমনে,
ছুঁয়ে দেখি মানুষের কৃত্রিম সভ্যতার বেশ।
আমি পেয়েছি যে জড়ের কেশ;
তাতে লেগে আছে কোনো তরুলতার খুনের রক্তের
নীল তৈল।
এভাবেই ইট-বালির সংমিশ্রত খুন-খারাবি চলে।
আমি স্পষ্ট স্বরে প্রশ্ন করতে চেয়েছিলাম;
একেই বুঝি সভ্যতা বলে?