হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম অযোগ্য হিসেবে। একটি কঠিন পাথরের মতো নয়, একটি শুকনো কাঠের মতো নয়; আবর্জনার মতো নিজেকে পেয়েছি নিজের সত্তার ভেতর। ফের নিজের আবিষ্কারকে ভাবতে লাগলাম মহান কিছু।'অযোগ্য' আবিষ্কার করাও মহান আবিষ্কার। আমার ল্যাবরেটরীতে প্রতিদিন আবিষ্কার হয় নিজস্ব অযোগ্যতা। এত কিছু নিয়ে আমার মাথা ব্যথা নেই; আমার নিজেরই রয়েছে মাইগ্রেনের ব্যথা।