আমি বলতে চাই;
আমার না বলার মাঝে রয়ে যায় সব বলার সুর।
কী মধূর, কী মধূর না বলার যন্ত্রণা!
সব অব্যক্ত কথার মাঝে
লুকিয়ে আছে ভয়ংকর স্নায়ুযুদ্ধের উস্কানি।
আমার অঙ্গভঙ্গি তোমার বোধগম্য নয়,
সে কথা আমি বেশ জানি।