আলো ধীরে ধীরে কমে আসছে ,
আবার একটা দিনের শেষ ।

টিফিন কৌটো ব্যাগে ভরে
প্ল্যাটফ্রমের দিকে দৌড়াচ্ছে সবাই।

ট্রেনে ভিড়, তবুও ঠেলাঠেলি করে
হাতে ব্যাগ নিয়ে ওঠা ;
এক কোনে দাঁড়িয়ে
ঘুমে ঢোলা।

পরণে জামাটা ছিঁড়ে গেছে
তবু পরোয়া নেই।
আবার কাল ভোরেই
ছুটতে হবে।

শরীর ক্লান্ত, লম্বা হাই যার নিদর্শন;
শরীর চায় শান্ত, কোমল ও শীতল
বাতাসের ছোঁয়া, আর গায়ে
পাতলা বিছানার চাদর।


ঘুমে কাদা।।