*
তোমারে না পাওয়ার আফসোসে
জীবন ভারী হয়ে আসে
এতোটাই খালি খালি লাগে বুক,
য্যানো মুখস্থ লিরিক থিকা হারাইয়া গ্যাছে পরিচিত একটা সুর।
আর
যখনই বলতে যাই ভালোবাসি
তখনই যুদ্ধে জ্বলে উঠে তামাম পৃথিবী ;
বস্তুত আমাদের ভেঙ্গে যাওয়া ঘরের মতোন
বিধ্বস্ত চারপাশ এখন
ঠিক যতোবারই মনে করছি তোমায়
ততোবারই একটা করে শিশু মারা যাচ্ছে গাজায়।