দিকে দিকে আজ রক্তের দামামা
আগুনের ফুলকি ওড়ে
বিদ্রোহী ওরে তরুণ জোয়ান
থাকিস না বসে ঘরে।
শিমূল-পলাশ এক হয়ে বুঝি
করছে জবর প্রতিবাদ
পোষ্টারে ব্যানারে লেখা হল কত
সজীব মরণের সাধ।
কৃষ্ণচূড়া বাড়িয়েছে হাত
ছড়ায় আশির্বাদ
রাজপথ তাই রাঙ্গা হল আজ
ঘুচিয়ে দ্বন্দ্ব বিষাদ।
মাতৃভাষার জন্য যারা
দিল তাজা প্রাণ
তাদের স্মরণে অন্তর কাঁদে
মন করে আনচান।
প্রভাত ফেরীর সঙ্গি হব
ভোরের প্রথম সূর্যে
একুশ তুমি আমার সাহস
দূর্দান্ত রণ তূর্যে।