দূরের আকাশ মেঘলা কালো নাকি ঘন নীল
মেঠো পাড়ের নবীন পুকুর খুশীতে ঝিলমিল।

তাল গাছের মাথায় বোনা বাবুই পাখির ঘর
একটু খানি বাতাস এলে দোদুল্য নড় বড়।

মাঠের কোণে ঝাঁকে ঝাঁকে রাজহংসীর দল
বৃষ্টি আসার মধুর ক্ষণে আনন্দে বিভোল।

ঝিরি ঝিরি বাতাস বহে জলে খুশির ঢেউ
একলা বসা কুকুর ছানা ডাকছে ঘেউ ঘেউ।

কৃষ্ণচূড়ার উঁচু কোণে একলা কোকিল ডাকে
মেঘলা আকাশ তারও বুকে খুশির স্বপন আঁকে।

বুকের ভেতর কেমন করা অনুভূতির তোড়
কাছে পাওয়ার ব্যকুলতায় লাগায় চোখে ঘোর।

ঘরের কোণের কবিতারা জানলায় চোখ রাখে
কোথায় আছো প্রাণ ভোমরা নিরালায় ডাকে।