ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি
অনেক ভালোবাসি
প্রথম সকালের রোদ্রের মত ভালবাসি
নীরব দুপুরের মৌনতার মত ভালবাসি
উত্তাল সাগরের ঢেউয়ের মত ভালবাসি
সুউচ্চ অটল পাহাড়ের মত ভালবাসি
বৃষ্টিস্নাত রাতের মত ভালবাসি।
ভালবাসার ধ্বংস লীলায় মেতেছে বিদ্রোহী মন,
বুকের গহীনে না পাওয়ার ব্যকুল যন্ত্রণা
তুষের আগুনের মত
ধিক ধিক করে জ্বলছে।
বেদনার বারিধারায় প্লাবিত স্বপ্ন বাঁক,
অথই জলে ডুবছে ফসলের মাঠ
ভালবাসার বর্ষণে আপ্লুত
শরীরের প্রতিটি কণা
একযোগে মাথাচাড়া দিয়ে ওঠে বিদ্রোহে,
সমস্বরে বেজে ওঠে হৃদয়ের ঐকতান
বিক্ষুব্ধতায় ফেটে চৌচির
জলোচ্ছ্বাসে ভেসে যায়
উচ্ছ্বসিত মন প্রান্তর
নির্মম ঘাতকের নির্বিচারে
ভালবাসার মনস রাজ্যে আজ চৈত্রের খরা নেমেছে।