‘তুমিই আমার সব’-
এমন জ্বলজ্যান্ত মিথ্যের প্রলেপনে ঢাকা ছিল
তোমার সমস্ত অঙ্গিকার।
আকাশে চাঁদ ছিল,
কিন্তু চাঁদনী ছিল না
খন্ড খন্ড মেঘ কন্যারা উদাস মনে
ঘুরে বেড়ায় পুরোটা আকাশ জুড়ে।
স্নেহের আবডালে লুকিয়ে পড়ে
নির্বিবাদী তারকা পুঞ্জ।
কখনও বা দু’একটা বিক্ষুব্ধ তারকা
বীতশ্রদ্ধ হয়ে খসে পড়ে উষ্ণ পৃথিবীর শীতল মাটিতে
অনায়াসে স্নেহের বাঁধন কেটে।
অধর কাঁপানো তোমার অনিয়ন্ত্রিত প্রতিজ্ঞার আশ্বাসে
আমিও ঠিক এমনি জড়িয়ে পড়েছিলাম
তোমার ভিত্তিহীন ভালবাসার নিষিক্ত প্রাসাদে।
সংকল্পের দৃঢ়তা না থাকলেও
গুড়িয়ে দেয়ার এক তান্ডব লীলায়
মেতেছিল তোমার আপাদ-মস্তক।
মিথ্যে ভালবাসার প্রলোভনে
ভোঁতা করে রেখেছিলে
সযত্নে গড়া আমার সুতীক্ষ্ণ চেতনা।