ঝলমলে রোদ্দুর ঝাপসা শরীর
চোখ চড়কগাছ ঐ নীল হিমাদ্রির।
কাব্যকথা আজ হয়নি লেখা পাঠ
আয়োজন খানি ছিল অসীম বিরাট।
বুড়িগঙ্গার ঢেউ ঝরিয়ে চোখের জল
দু’কূল ছাপিয়ে বুঝি নেমে আসে ঢল।
কখনও মেঘ কখনও বৃষ্টি রোদ
জেগে উঠুক সব মানুষের মূল্যবোধ।
মূছে যাক যত হিংসা ঈর্ষা গ্লানি
মমতার পরশ পাক সমতার রাগিনী।