প্রকৃতির কি অমোঘ খেলা
কুঞ্জবনে বাতাস বহে
ফুল কাননে রঙের মেলা।
দখিন দুয়ার যায় খুলে যায়
সাগর দেখি আকাশ দেখি
প্রজাপতির রূপ বদলায়।
পুকুর নদী টই-টুম্বুর
বৃষ্টি নামে ছলাত ছলাত
প্রশান্তির মন ভরাট দুপুর।
দই গোয়ালার চিন্তা ভারী
ফুঁসকে ওঠে শূণ্য গোয়াল
সুদূর বুঝি যাচ্ছে ছাড়ি।
রোদের ডানা কষ্টে ভেজা
ঠান্ডা হাওয়া বইছে মৃদু
ঘাস ফুলেরা হোক না তাজা।