তোমার আদর্শে স্বপ্ন দেখে বেঁচে থাকার
ঘাস ফুলেরা কাটাচ্ছে অমৃত দিন
বুকের পাঁজরে জ্বালিয়ে স্মৃতির প্রদীপ শিখা
আবাল-বৃদ্ধের চোখে হলে অমলিন।
তোমায় ভেবে কাঁদে উলঙ্গ বিরহী মন
রোদের ডানায় মাথা কোটে রাজহংসী
দিগন্ত জুড়ে চামর দোলায় মেঘের ছায়া
রাখাল ছেলের হাতে বাজে প্রেম বংশী।
তোমার বিরহে ফাটছে মাটি তপ্ত বিল
অলকের পানে কাঁদে উদাস নীল আকাশ
দুরন্ত বাতাসে শিস কাটে বাক-ব্যকুলতা
শূণ্য বুকে বাসা বাঁধে দীর্ঘশ্বাস।
তুমি দিয়েছো জয়ের শক্তি মুক্তির স্বাদ
করেছো বাঙ্গালী চির অম্লান মন্তরে
তোমার অটল অদম্য সাহস গমন পথ
সূর্য জয়ের সাহস জোগায় অন্তরে।
তোমার স্মরণে কাঁদছে নদী আকুল কেশ
বঙ্গ জননীর শ্রাবণ-বর্ষণ মলিন বেশ
তুমিই দিয়েছো বেঁচে থাকার পূর্ণ স্বাদ
অযুত স্বপ্নে লালিত নতুন বাংলাদেশ।