নির্বিবাদী অবোধ আমি
থাকি নিজের কাজে
কোথা থেকে ঝঞ্ঝাট এসে
পড়ে কাজের মাঝে।
সোজা পথে চলতে গিয়ে
ঘুরিয়ে পথের বাঁকে
অজানা সব হায়েনার দল
পথ মুড়িয়ে থাকে।
নীতি বোধে সচল সদা
সৎ পথে চলি
অনাচারে জীবন কাটাই
হয়ে পাঁঠার বলি।
গল্প চলে রসে ভরা
অবিনীত দুর্বার
নিরব ব্যথায় ক্লান্ত চোখ
পথ হারায় বার বার।
উটকো হুতোম দিনের শেষে
সন্ধ্যা নেমে আসে
গসিপ করা লোকের মাথায়
পাগলা হাওয়া ভাসে।