কোন সুদূরে গেলে তুমি
ঘুম জাগানিয়া
আমায় একা ফেলে,
উথাল পাথাল বক্ষে দোলে
ব্যস্ত ব্যাকুল হিয়া
ভাসে চোখের জলে।
ঈশাণ কোনে মেঘ জমেছে
বইছে দমকা হাওয়া
করছে তোলপাড়,
বাবুই পাখির বাসা ভেঙ্গে
ঝুলছে চালা ঘরে
মন হল ছারখার।
বুকের ভেতর ঘুণ ধরেছে
অবোধ কাঁচা বাঁশে
স্বপ্ন গেল দূর,
হাজার তারার আতস বাতি
ঢাকল কাল মেঘে
ভাঙ্গলো স্বপ্ন চূড়।