এসো হে বৈশাখ এসো এসো-
প্রথম সূর্যের রক্তিম টিপ কপালে পরে
রমনার স্নিগ্ধ পরশ গায়ে মেখে
লাখো বাঙ্গালীর প্রাণের টানে,
পান্তা-ইলিশের গন্ধ শুঁকে,
নতুন স্বপ্নের সুবাস ভরা
এই আটপৌরে বাঙ্গালীর ব্যকুল ডাকে সাড়া দিয়ে
আবার এসো এই পোড় খাওয়া বাংলায়।
স্বপ্নের রং তুলি দিয়ে আবার সাজিয়ে তুলি
আমার দুখিনী বাংলা মাকে।
নতুন প্রত্যয়ে জেগে উঠুক বাঙ্গালী
দূর হয়ে যাক দৈনতা আর জীর্নতার বেড়াজাল।
নতুন সূচিতে সাজিয়ে নিজেকে
শুদ্ধ হই ফের তোমার স্নিগ্ধতায়।
রাতের নিকষ আঁধারকে দূরে ঠেলে
অবাধ আনন্দের জোয়ারে ভেসে
হাঁটি হাঁটি পায়ে তাই নির্ভয়ে এসো
হে দূরন্ত বৈশাখ
জীর্নতা-শীর্ণতা পিছনে ফেলে
নব জীবনের নব উদ্যমে।
( ১১১ তম )
খুলনা-১৩।০৪।২০১৫