আসবেননা আর ফিরে, কোন দিন এদেশে?
কথাটি বলেছিলেন এক শুভাকাঙ্খি ভাই।
যেভাবে প্রতিবাদী লিখা লিখি করি,
ফেইসবুকের একথার উত্তর যে আমার জানা নেই।
মা বাবা ভাই বোন সবাই আছে দেশে,
অহরহ মন কাদে, কবে জানি দেখা হেবে?
ভাবি তবু ভালো, হাজার হাজার আজ আছে জেলে।
গুম, খুন রাহাজানি সবখানে পথে ঘাটে।
ক্ষমতায় আজ অবিচারী জালিম সরকার।
চাইলেই কি আসতে পারি বার বার?
প্রতিপক্ষকে যেখানে ঝুলানো হয় ফাসিতে,
সংবিধানের দোহাইয়ে, বন্দি করা হয় গণতন্ত্র।
সরকারী নিয়োগ হয় রাজনৌতিক চালে।
পিতা মাদ্রাসার শিক্ষক , যায়না হওয়া বিসিএস ক্যাডার।
দাড়ি থাকলে হয়না কোন চাকরি, এ যেন এক মহামারি।
নিয়োগের নামে চলে বিনিয়োগ, চাদাবিজি।
যে জালিম ভর করে আছে দেশে
ভারতের দালাল, দেশের শত্রু
ক্ষতি হলে হয়ে যাক, লড়ে যাব অভিরাম,
দেশ বিক্রির বিরুদ্ধে এ ক্ষুদ্র প্রচেষ্টা আমার।