বসন্ত ঝরানো প্রাণান্ত প্রস্রবণ, সবুজের নব হাসি।
আকাশে উড়ছে রবির ভগ্নাংশ, মেঘের সঞালন।
চিড় ধরা মাঠে বুকভরা আশা, ছড়ানো ফসল।
শীতকে হারিয়ে বন্যপ্রাণিদের মধুর আস্ফালন।
বইছে জল, পাতাল স্রোতধারা সার আর বিষ।
কৃষক আর কৃষক নেই, সবই আজ রাসায়নিক।
ফসলের দামে হবে কি কেনা কৃষাণীর সাজসজ্জা।
শীতের অরণ্য উত্তম ছিল, অসভ্য মানুষের হানা।