আমি সেই নক্ষত্র,
যার আলো আসেনি পৃথিবীতে,
আসবেও না কখনও।


তেজ, ক্রোধ আর হতাশা নিয়ে আমি জ্বলেছি,
বিকশিত হবার ইচ্ছায় নিজেকে পুড়িয়ে করেছি ছারখার,
তবুও সেই আলো তুমি দেখ নি।


আলোর চেয়ে বেশি বেগে বেড়েছে আমাদের ব্যবধান,
আমার আলো তোমায় খুঁজে ফিরেছে, আমাদের মাঝের-
এই হিম শীতল শূন্যতায়।


আমাদের ব্যবধান ঘুচেনি, ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছি,
স্মৃতির গল্পগুলো বুকে আঁকড়ে-
হয়েছি অতীতেরও অতীত।


আজ তোমার হৃদয়ে নতুন নক্ষত্রের আলো আসুক,
আর আমার বুকে জমে উঠুক দীর্ঘশ্বাস;
নতুন গল্পের ভিড়ে আমার স্মৃতিরা ম্লান হোক,
দূর নক্ষত্রলোকে হোক আমার পরবাস।