এভাবে লুকিয়ে বাঁচার চেয়ে,
রাজপথের উত্তাল মিছিলে যাওয়া ভালো।
চুপ করে বসে থাকার চেয়ে,
মিছিলের শ্লোগানে গলা মিলিয়ে
শাসকের বুকে কাঁপন ধরানো ভালো।


তোমার ওই গুলি কিংবা কামান—
আমাদের বুকে নেমে আসুক,
অত্যাচারের শিকল হোক আরও দৃঢ়,
তবুও আমরা থামবো না—
নিপীড়নে বেঁচে থাকার চেয়ে,
সংগ্রামে মরে যাওয়া ভালো।


তুমি প্রচণ্ড সূর্য হয়ে জ্বলে থাকো—
আমরা ঐ দূরের নক্ষত্র হব।
তোমার তীব্র আলোকে আমাদের তুমি গ্রাস করবে,
আমাদের চিহ্নকে করে দিবে বিলীন,
তোমার ক্ষমতার দাপটে,
আমাদের নাম মুছে যাবে,
নাম না জানা শহীদ হব।
জানি, আমাদের নামে কোন সৌধ হবে না,
কোন বিশেষ দিবসে আমাদের স্মরণ হবে না,
তবুও আমরা সংগ্রামের নেশায় মাতবো।


কিন্তু একদিন!
একদিন তোমার অত্যাচারের সমাপ্তি হবে,
হতেই হবে!
যে দিন তোমার ক্ষমতার সূর্য অস্ত যাবে,
সে দিনের রাতের আকাশে—
তারা হয়ে আমরা জ্বলবো।