আজ থেকে আমি কারো
প্রেমিকা নই, নই স্ত্রী
বা প্রিয়তমা ;
আরও স্পষ্ট করে বলতে----
কারো খেলার পুতুল,
সময় কাটাবার অসময়;


আজ থেকে আমি শুধুই আমার,
আমার একলা আকাশের একা
জেগে থাকা রোহিণী , পূর্বাশা


বিনিদ্র রজনী আজ আমার শুধুই আমার
অশ্রাব্য কোন ভাষার
বিষবাণে জর্জরিত হয়ে
আজ আর অশ্রুপাত করতে হবে না ।
কারো ভালো লাগার - মন্দ লাগার ভয়ে
মাথা নত করে ভীরু পায়ে
চলতে হবে না আর ।


আমার ছোট্ট ছোট্ট ভালোলাগা
আর ছোট্ট স্বপ্ন পূরণে
বাধা হয়ে কেউ আর খড়গহস্ত হবে না ।
আজ আমি শুধুই আমার ।
আমি আর আমার একলা আকাশ ।


নিজের ছোট্ট স্বাধীনতা কে আজ আর বিকোতে
হবে না --- কারো অন্ধ সংস্কার আর বংশ - গরিমার ছুতোয় ।
লীন হতে হতে বিলীন হবে না ;
আমার সম্মান আর আত্ম-অহম ।


কেউ আর আজ থেকে
পিছু ডাক দেবে না , নেই কোন বাধা
আজ ---- নিজের ভালোলাগায় ।
ছোট হতে হতে নিজেকে আর হীনমন্য
হতে হবে না --- এ আমার সম্মান বৈকি ।


ঘড়ির কাটা গুনতে গুনতে
আর নেই প্রতীক্ষা , বা প্রতারণা
কোন ছলনা ।
আজ তুমি স্বাধীন, তোমার ইচ্ছে-বিলাস
মিটিয়ে নিও -- তোমার বিবেক যেমন ।


ভালো হতে কেউ বলবে না আর,
ভালো হতেও হবে না,
ইচ্ছে - খুশি যাই করো গে
জীবন নামের প্রহসনে ।


আজ আমার অঢেল সময়,
আমায় আমার চিনতে ।
নেই আর কেউ নেই
আমার কোন পিছুটান ।।
    ***         ***        ***