আমার শরতের শুভ্রাকাশে
সেদিন দুর্যোগের ঘনঘটা ।
মেঘমেদুর ভরা চিত্তে সেদিন
বেদনার হা_হুতাস ।
নির্জলা নদী সেদিন _ যেন প্রবল খরায়
রিক্ত _ দৈন্য , ঠিক যেমন পাশের বাড়ির
রগ -ওঠা ভিখারিনীর মত ।
" হে মহাজীবন, সকল সুখ অসুখে করিয়া
মৃত্যু হতে কয়েক ফুট দূরে ।"
জীবন কত না সুন্দর পারতো হতে,
শারদ -প্রাতের ঢাকের তালে,
কাশ -বনের মত শুভ্র, বন্য হরিণীর মত চঞ্চল ।
...   ... ...
আমার আকাশ সেদিন শুধুই মেঘে- ঢাকা,
মেঘের পরে মেঘ,
কি নিদারুণ শূন্যতা, আর বেঁচে থাকার তীব্র আর্তি ।
পাশের বাড়ির বিনুনি দোলানো কিশোরীটির মত,
অথবা এলোকেশ নতুন বউটির মতো,
আমার প্রান-প্রিয় সহেলিটির মতো ।
ভিতরটায় কুড়ে কুড়ে খাচ্ছিল সেদিন
জীবন-মৃত্যুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে ...
কত কথা, কত গান, কত স্মৃতি।
তানপুরাটায় তান কেটে গেল সহসা,
আমি ভাবিনি, কেউ ভাবেনি ,ভাবেনি আমার
চিরচেনা প্রকৃতি , সাধের ঘুঙুর অথবা সিতারা- সারেঙ্গী ।
অসুখ কেড়ে নিয়ে সব সুখ
হায় ! কি অসহায়তা ,কি শীতলতা , কি পাণ্ডুরতা ।
... ... ... ... ... ...