তুমি এসো ফিরে
জহিরুল ইসলাম
তুমি এসো নীলাম্বরী বালিকা সেজে
হেঁটে চলো আমার বুক বালুচরে;
আমি সাগরের কল্লোলের মতো মুগ্ধ হয়ে
দেখবো তোমার নিরব হেঁটে যাওয়া।


তুমি ফিরে এসো নীল শাড়ি জড়িয়ে
যেমন করে আকাশে মেখে থাকে নীলের প্রলেপ,
রবীন্দ্র সঙ্গীতের মতো আমি শুনবো
তোমার পায়ের নূপুরের ধ্বনি!


তুমি ফিরে এসো মেঘ বালিকা
যেমন করে ফিরে এসে ঋতু পৃথিবীর আবর্তে,
আমি তোমার কেশগুচ্ছে গুঁজে দেবো
অলকানন্দা অথবা রক্তজবা ফুল।


বাইশ হাত শাড়ির মোড়কে তুমি যেনো
স্বর্গীয় হুর অথবা স্বয়ং পরী,
আমি পৃথিবীর তাবৎ কবিতার অক্ষরে
তোমায় নিয়ে লিখবো এক কালজয়ী কবিতা;
যার নাম হবে স্বর্গীয় নীলাম্বরী।