এ কি জীবন!
জহিরুল ইসলাম


এ কি জীবন? মেকি সময়!
যাচ্ছে কেটে এইতো বেশ।
বিষাদ মিছিল দারুন মিল,
ক্রমশ আয়ু হচ্ছে শেষ।


ক্লান্ত বিকাল,কাটে আজকাল
পাই না শান্তি কোথাও যেন,
মাঝে মাঝে প্রশ্ন করি,
মানুষের জীবন এমন কেন?


পাই না জবাব' ভীষণ অভাব
এই শহরে ভালোবাসার;
কোথাও নেই আপন মানুষ
সবকিছুই আসা যাওয়ার।


ফুরিয়ে গেলে ভুলে যাওয়া
এটাই হলো মানুষের স্বভাব;
এই শহরের ঘুরি ফিরি
পকেট ভর্তি নিয়ে ভাব।


কোথাও কেউ নেই ভালো
চারিদিকে শুধু করুণ আকুতি
ভাবে না মানুষ মরে গেলে
কি হবে আর শেষ পরিণতি


বেঁচে আছে অদ্যবধি এই তো
সুখ বেঁচে থাকার
একটা জীবন একটা মানুষ
কেমন করে করছে যে পার