এমন একটা ঘর হবে
জহিরুল ইসলাম


এমন একটা ঘর হবে সবুজ অরন্য গহিন বনে,
ক্লান্ত হয়ে ফিরবো যখন ঘাম মুছে দিও আঁচল কোণে।
পাশেই বইবে ঝর্ণা ধারা পাহাড়ের বুক চিরে নেমে,
থাকবো ডুবে অবসর সময় প্রকৃতির এই রুপের প্রেমে।


রাত্রি হলে গল্প হবে জোছনা মাখা চাঁদের আলোয়,
ঝিঁঝিঁ পোকা সঙ্গ দিবে লক্ষ্মী পেঁচা লুকিয়ে কালোয়।
ঘুম ভাঙ্গবে পাখির ডাকে রোদ ঝাঁঝালো সকাল দেখে,
স্নান করবো রোজ সকালে রোদের পরশ গায়ে মেখে।


দুপুর বেলায় পাতার ফাঁকে সূর্যের লুকোচুরি খেলা দেখবো,
মনের ক্যানভাসে আপন মনে শত শত রঙ বাহারি ছবি আঁকবো।
বিষাদ জমলে চোখে কোণে রংধনুর সাত রঙে আলপনা এঁকে,
ঘরের জানালার পাশে বসে কবিতা লিখবো তোমায় ভেবে।


এমন একটা ঘর হবে তার  সামনে থাকবে বৃক্ষের সারি,
দেখলেই যেনো যে কারোই মন হঠাৎ করেই নিবে কাড়ি।
বসবো দুজন মুখোমুখি অনেক গল্প হবে উঠোন জুড়ে,
হারাব দুজন স্বপ্নের দেশে অথবা অন্য কোন অচিনপুরে।