দৃশ্যপট
জহিরুল ইসলাম


তোমারে ভালোবাসার কালে পৃথিবী ছিল সুন্দর সুশ্রী!
তপ্ত রোদ মনে হতো নরম স্পর্শ আর চাঁদকে ল্যাম্পপোষ্ট;
তোমারে ভালোবাসার দিনে শব্দদূষণ মনে হতো পাখির গান,
সমুদ্রের ঢেউ মনে হতো তোমার কাছে আমার অসীম টান।


অথচ তোমারে ছাইড়া আসার পর এই পৃথিবী মনে হয় জাহান্নাম!
পাথরের ঘর্ষণে ইতিহাস থেকে মুছে দিয়েছি তোমার নাম।
তোমারে ছাইড়া আসার পর যুদ্ধ বেধে যায় ইউক্রেন রাশিয়া,
বেড়ে যায় হঠাৎ করে দ্রব্য মূল্যর দাম তা নিয়ে সরকার জনগণের মধ্যে গোলমাল যায় বাঁধিয়া।


তোমারে ছাইড়া আসার পর ঘুম হয়নি আর একটি রাত,
জেগে জেগে পাহারা দেই আমার সদ্য ভূমিষ্ঠ দুঃখ সব।
বাতাসে শুনতে পাই মৃত কঙ্কালের আর্তনাদের ধ্বনি,
আর গৌধূলীর রং মনে হয় বেদনায় অঙ্কিত ক্যানভাস।