সংবাদ
জহিরুল ইসলাম


দৈনিক পত্রিকার পাতা দখল করে রেখেছে টাকা,
শীর্ষ খবর দাম বেড়েছে নিত্যপণ্যের জীবনের মূল্য গেছে কমে!
বিনোদন পাতায় ধনীর দুলালীদের অর্ধনগ্ন ছবিতে ভরপুর,
কে সেরা আর কে হেরেছে এসব সমীকরণ খেলার পাতায়!
অথচ গরীব পায় না খেতে বেকার পাচ্ছে না চাকরি নির্দোষ মরছে রাস্তায়।


সেসব অজানা খবর আজো জানা হলো না কারো,
জীবনের সূচক বেড়েছে বাড়েনি মানুষের দাম কিংবা মনুষ্যত্ব!
সস্তা খবরে আজকাল সকালটা শেষ হয় হতাশায়;
দুপুরে ডাল মরিচে দেই ভাতঘুম অতঃপর বিষন্ন বিকেল পেরিয়ে,
নেমে আসে নিকষ অন্ধকার জীবন দৃশ্যপটে চারদিকে মহাশূন্যতা।


বিজ্ঞাপন পাতায় দেখি হবে বিক্রি দামী ফ্ল্যাট আর পাত্রী চাই সংবাদ,
ধনীদের জীবনের এক মুহুর্ত আজকাল হচ্ছে না বাদ।
আপডেট রুমডেট আরো কত হাবিজাবি হচ্ছে লেখা,
বেকার তরুণের হচ্ছে না অবসান ফুরায় না বাবা মায়ের অপেক্ষা।


পড়তে পড়তে ঘুমিয়ে যায় জেগে ওঠে দুঃস্বপ্ন দেখে,
হচ্ছে স্মৃতিভ্রম নবজাতকটাও ক্রমশ জীবন থেকে শেখে।
কত গল্প রয়ে গেলো অগোচরে কত জীবন অঙ্কুরেই বিনষ্ট,
চারদিকে কেবল হাহাকার সুখ নাই জীবনের অপর নাম কষ্ট।