অনুভূতির ব্যাকরণ
লেখাঃ জহিরুল ইসলাম
জীবনের পথ ধরে চলছি একা আমি এক নিঃসঙ্গ সরীসৃপ,
এই বিশাল পৃথিবী যেনো আমার নিকট অনুভূতির অভয়ারণ্য অথবা দ্বীপ।
অথচ আমি হতে চেয়েছি মুক্ত পাখি কিংবা জলে স্থলে থাকা উভয়চর,
প্রতিনিয়ত পাঁজরে ভর করে চলছি একরাশ বিষাদ মাখা স্মৃতির বহর।


পথে পথে দেখি কত শত বিচিত্র জীবনের গল্প তা দেখে তাকাই কৌতূহলে,
কত নাট্যকার এলো কাছে দিয়ে গেলো প্রতারণা ছলে বলে নানান কৌশলে।
অথচ আমি চিরকাল চেয়েছি এক সহজ জীবন সরল যাপন এই সংসারে,
জেনেছি মানুষ স্বার্থপর মৃত্যুই লেখা থাকে সবার জীবন উপসংহারে।


তবুও রোজ লিখে যাই যা হয় অনুভব উপলব্ধি সব এযেনো অনুভূতির ব্যাকরণ,
কবিতার গায়ে কি লেখা থাকে কবিতা কি জীবন কি তবে যেথায় যেমন?
কত প্রশ্নবোধক চিহ্ন রেখে যাই সময়ের টাইমলাইনে উত্তর মিলে না শুধু,
জীবনের অন্তিম মুহূর্তে এসে জেনেছি মানুষ মূলত একা বিষাদ বালুচর ধূ ধূ।