কেউ মনে রাখে নি
জহিরুল ইসলাম


আমাকে কোনকালে মনে রাখেনি এই পৃথিবীর কেউ,
গোটা এক জীবন আমি ঘুরেছি পৃথিবীর আলপথ ধরে;
সবুজ বিস্তৃর্ণ মাঠ,শিশির ভেজা কোমল ঘাস অথবা ঘাসফুল,
আমাকে মনে রাখেনি তারা, ভুলে গেছে পূর্ণিমার চাঁদ‌


আমাকে মনে রাখেনি পাখি উড়ে গেছে অন্য ডালে,
আমাকে মনে রাখেনি সে লুকিয়ে গেছে হঠাৎ আড়ালে।
আমাকে মনে রাখেনি কোন স্রোতস্বিনী নদীর ঢেউ,
এই জগত সংসারে আমার কোনদিনও ছিল না তো কেউ।


আমাকে মনে রাখেনি বলে আমিও ভুলে যাবার ছলে,
কত স্মৃতি হয়ে গেছে বিস্মৃতি,হারিয়েছি কালের বিবর্তনে।
আমি ভুলে গেছি আমাকে ভুলে গেছি তাহাদের চিরতরে,
ভুলে গেছি পথ করেছি শপথ ভুলে যাবো সব একটু একটু করে।


অথচ আমি সমস্ত জীবন ধরে  ভুলতে পারেনি কিছু,
পুড়ছি নিরবে একা একা ছুটছি মরীচিকার পিছুপিছু।
রেখেছি তারেই মনে যে দিয়েছে ব্যথা গোপনে গোপনে,
ছুটেছে গিয়েছি কাছে যে আমারে ছাড়া বাঁচে অন্য কারো সনে।