আমার মা
জহিরুল ইসলাম
আমার মায়ের হাতের স্পর্শ যেনো ডাক্তারি থার্মোমিটার
গা ছুয়েই বলে দিতে পারে জ্বরের তীব্রতা,
আমার মায়ের হৃদয় যেনো আকাশের চেয়ে বিশাল যেখানে লুকিয়ে থাকে অসীম উদারতা।
আমার মায়ের অনুমান যেনো আবহাওয়া পূর্বাভাসের মতো দেখেই বলে দিতে পারে মনের সব কথা,
আমার মায়ের সেবা যেনো পরশ পাথর একটু খানি যত্নেই দূর হয়ে যায় সমস্ত ব্যথা।


আমার মায়ের আঁচল যেনো আশ্রয়কেন্দ্র যেখানে লুকিয়ে থাকে পরম মমতা,
আমার মায়ের কোল যেনো শীত নিবারণের ঘর যেখানে গেলেই অনুভব করি উষ্ণতা।
আমার মায়ের কণ্ঠস্বর যেনো শ্রুতিমধুর পৃথিবীর শ্রেষ্ঠ সুর যা শুনেই পাই সুখ অনুভব,
আমার মায়ের উপস্থিতিই যেনো আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ উৎসব।


আমার মায়ের শাসন হারায় মানায় সাংবিধানিক সকল আইন নীতি,
আমি কখনোই ভুলবো না সেই নবজাতক হতে আজ‌ অবধি আমার মায়ের সব স্মৃতি।
আমার মায়ের শেখানো সেই ভাষা এখনো আমার মনে গেঁথে আছে হয়ে শিলালিপি,
আমার মা ই ছিলেন আমার প্রথম শিক্ষক যার কাছে প্রথম শিখি আদর্শলিপি।