স্মৃতিরা বুড়ো হয় না কখনো
জহিরুল ইসলাম


আজ থেকে শত বছর পর শত শব্দের জীবন শেষে;
একদিন ফের ফিরবো এই ধূলোমাখা স্মৃতির শহরে।
সেদিন হয়তো এদিনের মতো রইবে না কিছুই আগের মতো;
বিবর্ণ দিন ফুরিয়ে যাবে মেঘলা আকাশে জমে রবে এক সমুদ্র মেঘ!
অভিমানের সুর বদলে যাবে বদলে যাবে সব নিজস্ব নিয়মে।


সেদিন হয়তো মনে পড়বে মনের এক কোণে বেজে উঠবে;
পুরোনো দিনের পুরোনো কোন গান অথবা অতীত শিরোনাম!
সেদিন হয়তো বৃষ্টি নামবে শহরের পান্থপথ ধরে নিরবে অনর্গল,
সেদিনের সেই বৃষ্টির কি নাম দিবে তবে শুধুই কি স্মৃতির রঙ মহল।


জানি আমাদের অপেক্ষারা বুড়ো হয়ে যায় ফুরিয়ে যায় সময়,
শুধু বেঁচে থাকে স্মৃতির আলো হৃদয়ের এক কোণে জ্বলে জ্বলজ্বল করে।
বয়স ফুরায় সময় ফুরায় জীবন ফুরায় শেষে;
শুধু আমাদের স্মৃতিরা কখনোই বুড়ো হবে না,
স্মৃতিরা বুড়ো হয় না কখনোই।