কায়দা করে বেঁচে থাকো
জহিরুল ইসলাম
শত ইচ্ছের রোজ হচ্ছে দাফন শত মৃত্যুর মিছিলে।
জীবন নিয়ে কত স্বপ্ন কত দুঃস্বপ্ন খাচ্ছে গিলে,
শুধু ভেবে ভেবে কেটে যায় দিন হয়না ছোঁয়া কিছু,
সময়ের তালে ছুটছি একা মায়া মরিচিকার পিছু।


অভাবের এই ঠুনকো শহরে স্বপ্ন যেনো কাঁচের সাঁকো।
বলছি তবে একটি কথা কায়দা করে বেঁচে থাকো।
সত্য মিথ্যার দ্বন্দ্ব সেতো থাকবে ধরায় ক্রমাগত,
তুমি আমি মানুষ বলে ছুটছি কেবল অবিরত।


ভাবলে কেবল ভাবনা বাড়ে সবাই মোরা লুকাই ক্ষত,
একটা জীবন দীর্ঘশ্বাসের পাতা ঝরা ফুলের মতো।
অবেলায় জীবনবোধ অতি ঠুনকো মনের কাছে,
এই পৃথিবীতে সবাই কেবল কায়দা করে বেঁচে থাকে।