প্রেম অর্ধেক মৃত্যুর সমান
জহিরুল ইসলাম


গভীর জলে ডুবে যাওয়া যাত্রীকে বাঁচানো যায়,
অথচ গভীর প্রেমে ডুবে যাওয়া প্রেমিককে নয়।
যে প্রেমিক প্রেমিকার চোখে নিজেকে হারায়,
সে মৃত্যুর পথযাত্রীর মতো তাকে বাঁচাতে দায় ।


যে প্রেমিক প্রেমিকার ঠোঁটে নিজেকে হারায়,
তাকে অন্য জীবনের সন্ধান দেয়া কি যায়?
প্রেম মানে তো অর্ধেক মৃত্যুর সমান,
প্রেম মানে তো ভুলে গিয়ে সব বাধা ব্যবধান।


প্রেম অবিনশ্বর এই নশ্বর পৃথিবীর বুকে,
যেখানে সকল প্রেমিক মরে যায় ধুঁকে ধুঁকে।
প্রেম লণ্ডভণ্ড করে দিতে পারে প্রেমিকের হৃদয়,
প্রেম করতে পারে পৃথিবী জয় দুর করে সমস্ত ভয়।