পরগাছার জীবন
জহিরুল ইসলাম
আমি গাছের তলায় আজকাল পরগাছা হয়ে দাঁড়িয়ে থাকি অপেক্ষায়,
কখন কোন ভিনদেশী পাখি উড়ে এসে বসবে গাছের তলায়।
আমি আজকাল ঘাসের বুকে শিশির বিন্দু হয়ে থাকি চুপটি করে,
কখন জেগে উঠবে ভোরের আলো অন্ধকার সব যাবে সরে।


আমি আজকাল আকাশের নিচে মেঘ বিষন্ন মন নিয়ে ঘুরে বেড়াই,
যে আকাশে উড়ে শত রঙের ফানুস আর ঘুড়ি পরে থাকে নাটাই।
আমি আজকাল নির্ঘাত মৃত্যু জেনে ও মৃত্যুর দিকে এগিয়ে যাই,
অবহেলা আর দুঃখ পাবো জেনেও মানুষের ভিড়ে নিজেকে হারাই।