উনুনের অগ্নিশিখার মতো দাউ দাউ করে জ্বলতে থাকে দিন,
সূর্য তাপে পুড়ে পুড়ে সবুজ পাতা হয়ে যায় মলিন।


দিন পুড়ে ছাই হয়ে নেমে আসে নিরব নিঝুম রাত,
আকাশের শেষ ঠিকানায় রাতুল রবি দিগন্তে হয় কাত।


ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে যত আছে অবসাদ,
কবির অনুভূতি সব অক্ষরে ফিরে পায় কবিতার স্বাদ।


ক্লান্ত পাখি জড়োসড়ো নিদ নেমে এলো চোখের পাতায়,
জেগে থাকে আরশপতি হৃদয়ে কেবল বোধ জাগায়।


জন্ম মৃত্যু এর মাঝে বেঁচে থাকা স্বপ্নিল জীবনের দৃশ্যপট,
বেঁচে থাকা এক স্বপ্নের ছবি সদা বিরাজমান জীবন সংকট।


পাপ পূণ্য যাই বা করি জানি মৃত্যু সদা থাকে নিকট,
বেঁচে আছি যত সময় বলে যাবো ততদিন সত্য  অকপট।